মধ্যবিত্তের গান
আমাদের কোন অভিযোগ নাই
আমাদের চাকুরী স্থায়ী
আমরা কেউ অনাহারে নাই
আমরা দিব্বি আছি
ঘাস বাড়ছে
বাড়ছে জিডিপি
বাড়ছে নোখ
বাড়ছে অতীত
সব রাস্তা ফাঁকা
সব চুক্তি সারা
সব সাইরেন বন্ধ
সবকিছু ঝিমাচ্ছে
আমরা ঘাস চিবাচ্ছি
আমরা জিডিপি চিবাচ্ছি
আমরা নোখ চিবাচ্ছি
আমরা অতীত চিবাচ্ছি
আমাদের লুকানোর কিছু নাই
আমাদের হারানোর কিছু নাই
আমাদের বলার কিছু নাই
আমাদের সব আছে
ঘড়ি সারানো হয়েছে
বিল পরিশোধ হয়েছে
কাপড় রোদে শুকাচ্ছে
শেষ বাসটা চলে যাচ্ছে
বাসটা ফাঁকা
আমাদের কোন অভিযোগ নাই
আমরা কিসের জন্য তাহলে বসে আছি?