হান্স এঞ্জেন্সবার্গারের কবিতা: দোহা গান

দোহা গান
কথা বলা খুব সোজা
কিন্তু কথা তো আর খাওয়া যায় না
তাহলে রুটিই সেঁকো
রুটি সেঁকাও শক্ত
তাহলে হও রুটিওয়ালা

কিন্তু শুধু রুটি বানিয়ে রুজি হয় না
তাহলে ঘর-বাড়ী বানাও
বাড়ী করাও সহজ নয়
তাহলে হও ঢালাই-মিস্ত্রি

কিন্তু পাহাড়ে ঘর তোলাও কঠিন
তাহলে পাহাড়কেই সরাও
পাহাড় সরানোও সাধ্যের বাইরে
তাহলে হও পয়গম্বর

কিন্তু চিন্তাকে শোনা যায় না
তাহলে ভাষণ দিয়ে বেড়াও
ভাষণ দেয়াও মুখের কথা নয়
তাহলে হও—যা তুমি তা-ই

নিজের মধ্যে অনবরত বিড়বিড় করতে থাকো
এক অকর্মার ধাড়ি

হান্স এঞ্জেন্সবার্গারের কবিতা: মধ্যবিত্তের গান

মধ্যবিত্তের গান

আমাদের কোন অভিযোগ নাই
আমাদের চাকুরী স্থায়ী
আমরা কেউ অনাহারে নাই
আমরা দিব্বি আছি

ঘাস বাড়ছে
বাড়ছে জিডিপি
বাড়ছে নোখ
বাড়ছে অতীত

সব রাস্তা ফাঁকা
সব চুক্তি সারা
সব সাইরেন বন্ধ
সবকিছু ঝিমাচ্ছে

আমরা ঘাস চিবাচ্ছি
আমরা জিডিপি চিবাচ্ছি
আমরা নোখ চিবাচ্ছি
আমরা অতীত চিবাচ্ছি

আমাদের লুকানোর কিছু নাই
আমাদের হারানোর কিছু নাই
আমাদের বলার কিছু নাই
আমাদের সব আছে

ঘড়ি সারানো হয়েছে
বিল পরিশোধ হয়েছে
কাপড় রোদে শুকাচ্ছে
শেষ বাসটা চলে যাচ্ছে

বাসটা ফাঁকা

আমাদের কোন অভিযোগ নাই
আমরা কিসের জন্য তাহলে বসে আছি?