আত্মহত্যা
একটা নক্ষত্রও, আজ এই রাতে অবশিষ্ট থাকবে না।
থাকবে না রাত্রিরও কোন অবশেষ।
আমার মৃত্যুর সাথে
এই বিশ্বের অসহ্য বোঝা নেমে যাবে।
আমি সরিয়ে ফেলব সব পিরামিড, সব পদকগুলো,
সব কটি মহাদেশ, সব মুখচ্ছবি।
আমি মুছে ফেলব তিল তিল করে জমানো অতীত।
আমি ইতিহাসকে করব ছাই, ছাইকে—আরো ধূসর কিছু।
এই মুহূর্তে আমি শেষ সূর্যাস্তকে দেখছি।
এই মুহূর্তে আমি শুনছি শেষ পাখীর গান।
কেউ আমার এই শূণ্যতার উত্তরাধিকারী নয়।