কে বলবে
আসুন,সবাই মিলে গান ধরি। জানা-বোঝা? বাদ দিন, কিছুই আসলে জানা হয়নি আমাদের।
এক গোপন সমুদ্র থেকে আমাদের আসা, অন্য কোন অজানা সমুদ্রে ভেসে যাব।
এই দ্বৈত রহস্যের মধ্যে দাঁড়িয়ে আছে এক প্রবল ধাঁধা
আমরা এখনো সেই হিরন্ময় সিন্দুকের চাবি খুঁজে বেড়াচ্ছি।
আলোয় আর কোন কিছু উদ্ভাসিত হয় না, সন্তেরাও আলখোল্লার বাইরে কিছু শিখিয়ে যাননি।
শব্দ এখানে কি আর বলবে? পাথরের ফাঁক দিয়ে গড়ানো জলের ধারা—সে-ই বা কি আর বলবে?